বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

নাটক আমাদের ঐতিহ্যের অংশ
অনলাইন ডেস্ক

চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পূর্তি উপলক্ষে সপ্তম দিনে আন্তর্জাতিক নাট্যোৎসবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর বর্ণচোরো নাট্যোগোষ্ঠীর ৫০ বছরের পথ চলা। এ সংগঠনকে ৫০ বছর টিকিয়ে রাখা খুবই কঠিন কাজ। যখন এ সংগঠনটি প্রতিষ্ঠা হয়, তখন চাঁদপুর একটি মহকুমা ছিলো। তখনকার সময় এপার-ওপার বাংলার নাটক মঞ্চস্থ করা হতো। আমার অনেক মঞ্চ নাটকের স্মৃতি আছে। চাঁদপুরের টাউন হল এক সময় মানুষে পরিপূর্ণ হয়ে যেত মঞ্চ নাটক দেখতে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে, সংগ্রামে, ভাষা আন্দোলনে মঞ্চনাটক বিরাট ভূমিকা রেখেছে। এরপর আমরা টিভি নাটকে চলে এসেছি। তখনকার সময় কোথাও কেউ নেই, সকাল সন্ধ্যা শিরোনামে অনেক মজাদার নাটক ছিল। আমরা যখন ঈদ করতে গ্রামের বাড়িতে যেতাম, তখন ঈদের নাটক দেখতে পারতাম না।

তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে নাটকের অনেক কদর আছে। মুনির চৌধুরী কবর নাটকটি লিখেছেন কারাগারে বসে। নাটকের তখন বিরাট প্লাটফর্ম ছিল। ৫০ বছর বর্ণচোরা নাট্য সংগঠন তাদের প্লাটফর্ম ধরে রেখেছে। আমি বর্ণচোরা সংগঠনের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি দুইটা জায়গায় সময় দেই বেশি, রাজনীতি ও খেলাধুলায়। আমার কর্মকাণ্ড স্টেডিয়ামকেন্দ্রিক। নাটক আমাদের ঐতিহ্যের অংশ। আমরা ঘুরে ফিরে আবার মঞ্চ নাটকে আসবো।

চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা শরীফ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্যালাক্সী রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর রোটাঃ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ, বর্ণচোরা নাট্যোগোষ্ঠীর উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ অন্যরা।

নাট্যোৎসবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অনুষ্ঠানের সভাপতি সোহেল রুশদী এবং বিশেষ অতিথি রোটাঃ মনিরুল ইসলামকে উৎসব স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের শিল্পীগণ।

পরে ভারতের কোলকাতা গোবরডাঙ্গা নকশা পরিবেশনায় নাট্যকার আশিস দাসের নির্দেশনায় বিনোদিনী নাটক মঞ্চস্থ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়