বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুরে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্ক

চাঁদপুরে দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার ১ বছর উদযাপন হয়েছে। ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দৈনিক কালবেলা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এই পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ ও সুলভ মূল্যের কারণেই বর্তমানে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করে।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু পুলিশের বন্ধু সাংবাদিক। কারণ আমাদের অধিকাংশ সফল অভিযান সম্ভব হয়েছে যথাসময়ে সাংবাদিকদের পক্ষ থেকে তথ্য পাওয়ার জন্যে। আমরা আশা করছি, আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশ এবং সাংবাদিকবৃন্দ একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক তপন সরকার, বাসদ নেতা কমরেড শাহজাহান তালুকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলা পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়। পরে পত্রিকাটির নবযাত্রার প্রথম বছর উদযাপনের কেক কাটেন পুলিশ সুপার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়