প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০
শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্টজাল ও রিং জাল উদ্ধার করা হয়েছে। এরপর সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে তা পুড়িয়ে দেয়া হয়। দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিনকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের দোকানে তল্লাশি চালিয়ে ৫৯ টি কারেন্ট জাল ও ১ টি রিং জাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ জালগুলো উপজেলায় নিয়ে এসে সকলের উপস্থিতিতে সন্ধ্যায় পুড়িয়ে দেয়া হয়। সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী জানান, এ অভিযান অব্যাহত থাকবে।