রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০

দুদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও ওয়্যারলেস বড় গাজী বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ ও ২ অক্টোবর রোববার ও সোমবার ২ দিনব্যাপী বাদ আসর থেকে ওয়্যারলেস বড় গাজী বাড়ি সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

রোববার প্রথম দিন মাহফিলে সভাপতিত্ব করেন বড় গাজী বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওঃ মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার। ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, জেলা যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাবিবুর রহমান সালেহী, হাজীগঞ্জ দারুচ্ছুন্নাত আইডিয়াল মাদ্রাসার পরিচালক মুফতি আবুল হাসান নেছারী, ওয়্যারলেস রহমানিয়া জামে মসজিদের খতিব মাওঃ ইব্রাহিম চৌধুরী, হাজীগঞ্জ পশ্চিম কালচোঁ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মাইনুদ্দিন প্রমুখ।

সোমবার শেষদিনের মাহফিলে সভাপতিত্ব করেন পীর মোহছেনিয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ হাছান আলী ভূঁইয়া। ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন লক্ষ্মীপুর রায়পুর কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ নেছারী, চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ মাহমুদুল হাসান, বিষ্ণুদী আবদুর রহমান মুন্সী জামে মসজিদের খতিব মাওঃ সুলতান আহমেদ ও মমিনপাড়া দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ মোঃ দ্বীন ইসলাম।

মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সহ-সভাপতি মাওঃ মোঃ শফিকুল ইসলাম, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান খান, চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী, তরপুরচণ্ডী ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ নাজিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল সঞ্চালনায় ছিলেন চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ছাত্র মাহবুব আলম। কোরআন তেলাওয়াত ও হামদণ্ডনাত ও গজল পরিবেশন করেন চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়