প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কচুয়ায় দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে কচুয়া পৌরসভার সাইফুল টাওয়ার প্রাঙ্গণে বেসরকারি সংস্থা অগ্রসর আবাসন প্রকল্পের আওতায় ২৯টি পরিবারের মাঝে ৮৭ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন সংগঠনের সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দীন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।