প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব উত্তর থানা পুলিশ ২টি জিআর সাজা ও ১৩টি জিআর পরোয়ানা মূলে ১৯টি মাদক মামলার আসামী মোঃ মুক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে। ৩০ সেপ্টেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মুক্তার হোসেন কালিপুর গ্রামের খোরশেদ আলম বেপারীর ছেলে। ২৯ সেপ্টেম্বর মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এএসআই আতিকুর রহমান মিয়াজী সংগীয় ফোর্সসহ ১৯ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ মুক্তার হোসেন (৩৬) (পিতা খোরশেদ আলম বেপারী, ঠিকানা গ্রাম-কালিপুর, উপজেলা- মতলব উত্তর, জেলা-চাঁদপুর)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।