প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি।
কচুয়া উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার জামাল হোসেন, সুভাস চন্দ্র সরকার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, শিক্ষক সমিতির সাংগঠনিক আকবর হোসেন বেলা, প্রধান শিক্ষক মোতাহের হোসেন, মিজানুর রহমান, মোঃ মহিউদ্দীন, আবুল কাসেম, রেহানা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষা অফিসার নাছিমা আক্তারকে প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।