প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ বাজারে জেলা পরিষদ মার্কেটের সামনে অবৈধভাবে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চাঁদপুর জেলা পরিষদের সাবেক মেম্বার হাজী জসিম উদ্দিনের এই মার্কেটে নামে-বেনামে ৪৪টি দোকান রয়েছে, তারপরও নকশাবহির্ভূতভাবে তিনি দুটি দোকান নির্মাণ করছেন।
হাজীগঞ্জে জেলা পরিষদ মার্কেটের প্রবেশমুখে অবৈধভাবে দোকান দুটি নির্মাণ করছেন তিনি। এ দোকানগুলো নির্মাণ করা হলে মার্কেটে ক্রেতা-বিক্রেতা আসা-যাওয়া করতে দুর্ভোগে পড়তে হবে। অবৈধাবে দোকান দুটি নির্মাণে মার্কেটের ৩ শতাধিক ব্যবসায়ীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু হাজী জসিমের ভয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কিছুই জানেন না। তাঁর বক্তব্য হচ্ছে, দুর্নীতিবাজ অর্থলোভী যেই হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে হাজী জসিমের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে গতকাল রাত ৮টা ১৭ মিনিটের সময় কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।