সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় ‘হে অতীত কথা বলো’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আঃ খালেক পাটোয়ারী রচিত ‘হে অতীত কথা বলো’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে বইয়ের মোড়ক উন্মোচন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আঃ খালেক পাটোয়ারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপন মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোঃ তাজুল ইসলাম বিএসসি, কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ আঃ মালেক, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন বিএসসি, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের, আইলগিরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ প্রধানীয়া ও ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহসান হাবীব জুয়েল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষিকাসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়