সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যার চেষ্টা
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে গৃহবধূ তাছলিমা বেগম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ঘুমিয়ে থাকাবস্থায় মোতালেব হোসেনের স্ত্রী তাছলিমা বেগমের গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তাছলিমা বেগমের ডাকচিৎকার শুনে পার্শ্ববর্তী ঘরের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাড়ির লোকজন তাছলিমা বেগমকে উদ্ধার করে প্রথমে বেরনাইয়া বাজারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লায় প্রেরণ করেন। কুমিল্লায় প্রথমিক চিকিৎসা শেষে তাকে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রাজাপুর মিয়াজী বাড়ির মোতালেব হোসেনের স্ত্রী তাছলিমা বেগম তার সন্তানকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। মোতালেব হোসেন ঢাকায় কাজ করেন। সকালে সংবাদ পেয়ে তিনি তার স্ত্রীর কাছে ছুটে আসেন। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খিলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুব্রত সরকার জানান, কী উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘরের ভেতরে থাকা কোনো মালপত্র খোয়া না যাওয়ায় এটিকে চুরির ঘটনা বলতে নারাজ অনেকেই। কেউ কেউ ধারণা করছেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে।

মোতালেব হোসেনের মা মরিয়ম বেগম জানান, বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তিনি তার পুত্রবধূর ওপর হামলাকারীদের বিচার দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়