প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এজেন্ট শাখায় ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর চান্দ্রা বাজার শাখার আর.ডি.এস. অফিসার ছালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ইসলামী ব্যাংক শাখার এ.ভি.পি. ও শাখা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ব্যাংক বন্ধ রাখার কোনো সুযোগ নেই। একটি মহল অপ্র প্রচার চালিয়েছিল ইসলামী ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনারা কি একদিনও ইসলামী ব্যাংক বন্ধ পেয়েছেন? নিয়ম অনুযায়ী ব্যাংকের পরিচালনা কমিটির পরিবর্তন হয়, পরিবর্তন বিশ্বের সব ব্যাংকেই হয়। আপনারা গুজবে কান দিবেন না। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। আমাদের দেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে আপনাদের ইসলামী ব্যাংকে। ‘রেমিট্যান্স পাঠান ওয়াশিং মেশিন জিতুন’ এই স্লোগানে ইনস্ট্যান্ট ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণ করলে প্রতিদিন একটি করে মোট ৪৩টি ওয়াশিং মেশিন দেয়া হয় সারাদেশে। ফরিদগঞ্জের চান্দ্রা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় রেমিট্যান্স প্রেরণ করে ওয়াশিং মেশিন লাভ করেন কাতার প্রবাসী মোঃ জাকির হোসেন। তার পক্ষে ওয়াশিং মেশিন উপহার গ্রহণ করেন তার স্ত্রী তাছলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পরিচালক মোঃ মুক্তার আহম্মদ খন্দকার। ইসলামী ব্যাংক ফরিদগঞ্জ শাখার জুনিয়র অফিসার মীর মোঃ মাইনউদ্দিন, নিকাহ ও তালাক রেজিস্ট্রার মাওলানা মোঃ ফয়েজ উল্যা মাসুদ প্রমুখ।