সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

গণমানুষের দাবি আদায়ে চাঁদপুরে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
অনলাইন ডেস্ক

বিদ্যমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ৬ অক্টোবর চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল সোমবার দুপুরে চাঁদপুর শহরের বাইতুল আমীন শপথ চত্বরে সমাবেশের লিফলেট বিতরণ করেন জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, সংখ্যালঘু সম্পাদক পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, জেলা যুব আন্দোলনের নেতা শেখ মোঃ হাবিবুর রহমান।

লিফলেট বিতরণ উদ্বোধনকালে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। এই দাবি বর্তমানে গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আমরা গণমানুষের দাবি আদায়ে চাঁদপুরে বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিয়েছি। চাঁদপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ হবে গণমানুষের দাবি আদায়ের সমাবেশ। অতএব গণমানুষের এই সমাবেশে সকলকে সম্পৃক্ত করতে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজ করছি। আগামী ৬ অক্টোবরের সমাবেশে চাঁদপুরের সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

শহরের বাইতুল আমিন শপথ চত্বর থেকে সমাবেশের লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করে হকার্স মার্কেট, রেলওয়ে প্লাটফর্ম ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেটি সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়