প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রক্তবিন্দু সমাজসেবা সংস্থার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। গত শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, রক্তবিন্দুর উপদেষ্টা প্রভাষক জেসমিন আক্তার, পারুল আক্তার। এ সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল পাঠান, ব্লাড ডোনেট সম্পাদক মুজাহিদ শিহাব, তথ্য ও গবেষণা সম্পাদক সিয়াম তালুকদার। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।