প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভায় এ উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, কাউন্সিলর জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, পৌর নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান শাহ, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, কর আদায়কারী মাসুদ আলম, লাইসেন্স পরিদর্শক মোতাহার হোসেন প্রমুখ।