প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আগামী ১ বছরের জন্য বসুন্ধরা শুভসংঘের নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের উপস্থিতিতে মঞ্জুর হোসেন ইমনকে সভাপতি, আকিল রায়হান দীপ্তকে সাধারণ সম্পাদক, অংগন চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক, জান্নাতুল ফেরদৌস ত্বন্নীকে কোষাধ্যক্ষ, তাসরীন সুলতানা তিথীকে প্রচার সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারুক আহম্মেদ, বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার সভাপতি আরমান চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, সিডিএমএর সভাপতি ভিভিয়ান ঘোষ, লিও ইমরান খানসহ অন্যরা।