প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মাজিআ)-এর নির্দেশে মতলব উত্তরে মইনীয়া যুব ফোরাম ও ছোট হলদিয়া যুবসমাজের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)কে স্বাগত জানিয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা র্যালিটি ছোট হলদিয়া মাওলানা আরিফুল্লাহ শাহ্ মাদ্রাসা প্রাঙ্গণ হতে শুরু করে ফরাজীকান্দি দরবার শরীফে গিয়ে মিলাদ ও তবররুক প্রদানের মাধ্যমে শেষ হয়।
মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ মনির হোসেন, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান হারুন, সাংস্কৃতিক সম্পাদক মুক্তার হোসেন মেনন, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ প্রমুখ।
উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ হালিম সরকার, মাওঃ মোবারক হোসেন, মাওঃ নিজাম উদ্দিন রিপন, মোহাম্মদ শাকিল, আশেকে মইনুদ্দীন মাওলা, আবু সাইদ, রবিন, ইমন, রিয়াদ, আকাশ, সাইফুল, শাকিল, রাহাত, রব্বানী, ফরিদ, ইসমাইল, শিশির, নাঈম, আলিফ, রাব্বি প্রমুখ।