প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
২২ সেপ্টেম্বর বিকেলে রাজধানী ঢাকার গুলশান-২-এ এশিয়ার সর্ববৃহৎ মার্কেট ঐতিহ্যবাহী যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ফ্লোরে ‘অ্যাপেল হাট’ (মোবাইল দোকান) শপ কেক কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকার।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যমুনা ফিউচার পার্ক জামে মসজিদের খতিব। এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সহধর্মিণী ও তার পরিবার পরিজন, ছেংগারচর পৌরসভার কমিশনার শাজাহান মোল্লা, অ্যাডভোকেট কাউছার আলম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিপন সরকার, অ্যাডঃ জাকির হোসেন নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যাপেল হাট-এর স্বত্বাধিকারী মতলব উত্তরের বাড়িভাঙ্গা গ্রামের কৃতী সন্তান সরকার কানন, যমুনা ফিউচার পার্কের আই সেন্টারের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ হাসান মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মিলন মিয়াজী, বিমান বাহিনীর সদস্য (অবঃ) মোঃ ইয়াছিন, সার্ভিস হোল্ডার মোঃ জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, জহিরুল হকসহ অন্য ব্যবসায়ীবৃন্দ।
এ সময় ‘অ্যাপেল হাট’-এর স্বত্বাধিকারী মতলব উত্তর উপজেলার বাড়িভাঙা গ্রামের সরকার কানন জানান, শুধু মতলবেরই নয়, চাঁদপুর জেলার যে কোনো ব্যক্তির জন্যে তার দোকান থেকে যেকোনো পণ্য ক্রয় করলে তাদের জন্যে ১০% ছাড়ের বিশেষ ব্যবস্থা রয়েছে।