সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের হাওলাদার নূরানী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা এবং রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি আশিক এলাহি।

মুসল্লিদের কাছে বেগম খালেদা জিয়ার জন্যে মিলাদপূর্ব দোয়া কামনা করে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন বলেন, বাংলাদেশে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন-নিপীড়ন করছে। বেগম খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্যে তার জীবন উৎসর্গ করেছেন। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি এই বয়সেও সংগ্রাম করে যাচ্ছেন। আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আলী, জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার, যুগ্ম সম্পাদক কালু রাঢ়ী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান রনি ভূঁইয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক বাদল বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।

উল্লেখ্য, জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়