সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হচ্ছে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এ দেশ তথা দেশের মানুষকে ভালোবেসে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আর কয়েক মাস পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওই চক্রটি সন্ত্রাস করার চেষ্টা করতে পারে, তাই সবাই সজাগ থাকতে হবে। তারা যেন কোনোভাবেই শান্তিপ্রিয় মানুষের ক্ষতি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার বুলিং, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সমাজে সংগঠিত অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়