প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলায় আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর ঠাকুর বাড়ির মৃত নিরঞ্জন গোস্বামীর ছেলে কার্তিক চন্দ্র গোস্বামী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার বর্তমান নাম মোঃ ওমর ফারুক। তিনি ১৪ সেপ্টেম্বর চাঁদপুর নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন (যার নং-১৩৩৭, ১৪/০৯/২০২৩ খ্রিঃ)। এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা জগতপুর বাইতুন নূর জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদের মোতাওয়াল্লি মহিউদ্দীন তোহার পরিচালনায় আয়োজিত দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের মোত্তাওয়াল্লি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব নজির আহমেদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সহ-সম্পাদক ওমর ফারুক শামীম। বক্তারা বলেন, কার্তিক চন্দ্র গোস্বামী নোটারী পাবলিকের হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে আমাদের শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এরশাদুর রহমান, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ মসজিদের মুসল্লিবৃন্দ।
উল্লেখ্য, উক্ত মিলাদ অনুষ্ঠানে মসজিদের খতিব তাকে আনুষ্ঠানিকভাবে তওবা পাঠ করান এবং কালিমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান।