প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
দেশ ও জাতির কল্যাণ কামনায় আজ ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে বাৎসরিক শনি পূজা। রাত ৮টায় অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ। প্রতি বছরের ন্যায় এই বছরও ব্যাপক আয়োজনে পুরাণবাজার শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমন্দির কমিটির নেতৃবৃন্দ এই পূজার আয়োজন করেছেন। পূজা উপলক্ষ্যে গতকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মন্দির কমপ্লেক্সে শ্রীমদ্ভগবত পাঠ অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভগবত পাঠ করেন ঢাকা নবাবগঞ্জের পণ্ডিত এসকে চক্রবর্তী। আজকের আয়োজিত শনি পূজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালী মন্দির কমিটির ভক্তবৃন্দ।