সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে পূজা পরিষদের নয়া কমিটি
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলার শাখার নয়া আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নয়া আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। আহ্বায়ক কমিটিতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার দাসকে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মানিক চন্দ্র দাস মঙ্গল, দিলীপ কুমার দাস, উৎপল সাহা, তপন মজুমদার, নারায়ণ রবি দাস, গণেশ লোধ, রাজন দে, পরেশ দাস ও গৌতম দাস। ১৫ সেপ্টেম্বর শুক্রবার আহ্বায়ক কমিটি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও নয়া কমিটির আহ্বায়ক লিটন কুমার দাস। এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, সদ্য বিলুপ্ত কমিটি ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির মেয়াদ বহু পূর্বেই শেষ হয়ে গিয়েছে। নূতন করে সম্মেলন না হওয়ায় কেন্দ্রীয় কমিটির পরামর্শ মোতাবেক এবং চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। আশা করছি বিগত কমিটি নতুন কমিটিকে শতভাগ সহযোগিতা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়