সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আজ হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানিটারি ব্যবসায়ী সমিতির নির্বাচন
কামরুজ্জামান টুটুল ॥

আজ ১৬ সেপ্টেম্বর শনিবার হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোটগ্রহণ চলবে। এই প্রথমবার অনুষ্ঠিত নির্বাচন নিয়ে অভিজাত এই ব্যবসায়ীদের মাঝে আনন্দের শেষ নেই।

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে টাইলস্ ও স্যানেটারি ব্যবসায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শেষ সময়ে এসে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন কুশল বিনিময়, চাচ্ছেন ভোট।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্য রাত থেকে বন্ধ হয়েছে প্রচার-প্রচারণা। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে একাধিক এবং কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একজন করে প্রার্থী রয়েছেন। মূলত ওই ১০ জন প্রার্থীই নির্বাচনকে সরগরম করে তুলেছেন। তারা নির্বাচনী পোস্টার টানিয়ে এবং লিফলেট নিয়ে ভোটারদের সাথে দেখা করছেন।

হাজীগঞ্জ বাজারস্থ কচুয়া সড়কের হোয়াইট হাউজে ভোটগ্রহণের জন্যে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন এবং স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান বাবলু, সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্, প্রিসাইডিং অফিসার মোঃ বিল্লাল হোসাইন পাটওয়ারী।

নির্বাচনে সভাপতি পদে গাজী মোঃ বিল্লাল হোসেন (ছাতা), ইউসুফ প্রধানীয়া সুমন (আনারস), সাধারণ সম্পাদক পদে মোঃ খোরশেদ আলম মিয়াজী (হরিণ) ও মোঃ সাইফুল ইসলাম হীরা (দেয়াল ঘড়ি), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জানে আলম রাসেল (মোটরসাইকেল) ও মোঃ মানিক হোসেন সরদার (মাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল আউয়াল (তালা-চাবি) ও মোঃ আজাদ হোসেন (কলম), প্রচার সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম মিয়াজী (আম) ও মোঃ সাইফুল ইসলাম মজুমদার (মোবাইল ফোন) প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন। এছাড়া একক প্রার্থী হিসেবে কোষাধ্যক্ষ পদে মোঃ আরিফ হোসেন (আপেল) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সজল দেবনাথ (ফুটবল) প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়