প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তর থানার এসআই (নিঃ) মোঃ ওয়াজেদ আলী ও এসআই(নিঃ) মোহাম্মদ এয়াকুবের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার রাতে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ স্মৃতিচারণ করে বলেন, বিদায়ী দু পুলিশ কর্মকর্তা সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস ও পরিশ্রমী ছিলেন। তাদের অভাব মতলব উত্তরবাসী অনুভব করবে। উপস্থিত সহকর্মীগণ তাদের উভয়ের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী কর্মকর্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, আমাদের যাবতীয় প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্যে। সকলেই আমাদেরকে এমনভাবে সহায়তা করেছেন, যার ফলস্বরূপ আমরা আজ সম্মানিত বোধ করছি।
মতলব উত্তর থানার পক্ষ থেকে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করাসহ অতিথিদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
বিদায় অনুষ্ঠানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেনসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।