সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

প্রফেসরপাড়ায় বহুতল ভবনের ২য় তলায় চুরির চেষ্টা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বহুতল ভবনের ২য় তলায় চুরির চেষ্টাকালে বাসার কাজের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোর চক্র। ঘটনাটি ঘটেছে গতকাল ১৪ সেপ্টেম্বর দুপুরে প্রফেসর পাড়াস্থ ভূঁইয়া মঞ্জিলের পাশে একটি বহুতল ভবনের ২য় তলায়। ঘটনা সূত্রে জানা যায়, নির্মাণাধীন ৭ম তলা ভবনের ২য়তলার ফ্ল্যাটটি সম্পন্ন করে মালিক পক্ষ বসবাস করে আসছে। গতকাল দুপুরে ভবনের মালিক আঃ কুদ্দুছের পরিবারের লোকজন শহরের এক আত্মীয়ের বাসায় যাওয়ার আধা ঘণ্টার মধ্যে চোর চক্র বাসার নিচতলায় থাকা সিসি ক্যামেরার তার ছিঁড়ে ২য় তলার দরজার তালা ভেঙ্গে ঢোকার চেষ্টাকালে ৬ষ্ঠ তলায় কাজ করা শ্রমিকরা ঘটনাটি দেখে ফেলায় তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল করে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। এর পরপরই মডেল থানা পুলিশের এএসআই কফিল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উক্ত ভবনটিতে স্থানীয় একটি চক্র আরো বেশ কয়েক বার চুরি করে। শুধু তাই নয়, এ চক্রটি বড় ধরনের অপরাধ সংঘটিত করার চেষ্টা করছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয় মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমের সাথে কথা হলে তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। অপরাধী যতো বড় বা ছোট হোক না কেনো আইনের কাছে কোনো ছাড় নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়