শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে কৃষিজমি হুমকিতে ফেলে ড্রেজার দিয়ে বালি উত্তোলন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে ফসলি জমির মাঝখানে ড্রেজার দিয়ে পুকুর খনন করে দিনের পর দিন উত্তোলন করা হচ্ছে বালু। ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে কৃষিজমি। ড্রেজার মালিক প্রভাবশালী হওয়ায় কোথাও লিখিত অভিযোগ দেয়ার সাহস পাচ্ছেন না অসহায় কৃষকরা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় ক’জন কৃষক জানান, শুনছি ড্রেজার চালানো নাকি সরকার নিষিদ্ধ করছে, তাহলে আমাদের আবাদকৃত কৃষিজমিকে হুমকিতে ফেলে বালি উত্তোলন করছে কেন? ড্রেজার মালিকদের মানা করলেও তারা মানছে না। স্থানীয় তহশীলদার যারা আছেন তারা এগুলো দেখেও না দেখার ভান করছেন। কৃষিজমি রক্ষার্থে ড্রেজার বন্ধ করা জরুরি।

এদিকে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মালিক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল বলেন, ড্রেজারটির বিষয়ে আমাকে কেউ জানায়নি। ড্রেজার চালানো বেআইনি। বিষয়টি আমি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে কৃষিজমি রক্ষার্থে ব্যবস্থাগ্রহণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়