প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্যাহ তপদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মৌলি মন্ডল। এর আগে তিনি গাজীপুর জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
মতবিনিময় সভায় ইউএনও মৌলি মন্ডল বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবো। তিনি জনমুখী সেবা দেওয়া ও ফরিদগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, পালাবদলের ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলায় আমাদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ হিসেবে নতুন ব্যক্তিবর্গ যোগদান করেছেন। আমি আশা করবো, তাঁদের কর্মকাণ্ডে বৃহৎ এই উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাবো। জনগণের সমস্যা সমাধানে ইউএনও এবং ওসি উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী। আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।