প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন। এ উপলক্ষে নারায়ণপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর বিকেলে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম রেজোয়ান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হোসেন কানন, ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক তাওহীদ পাটোয়ারী মনির প্রমুখ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন।