সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

জিলানী চিশতী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম উদ্বোধন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনলাইনে একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ভর্তির কার্যক্রম উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বলেন, এ কলেজটি চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ। এ কলেজে শিক্ষার মান অনেক ভালো। নতুন ৪তলা একাডেমিক ভবন রয়েছে। আজকে ভর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। আপনারা ভর্তির বিষয়ে খোজঁ-খবর রাখবেন। এ কলেজে সকল বিষয়ে মেধাবী শিক্ষক রয়েছে। অত্র কলেজে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাদের উপবৃত্তিসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ ছাড় রয়েছে। আর্থিক কারণে কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে তার দিকে শিক্ষক ও গভর্নিং বডির নজর রাখতে হবে। আমি গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো।

অনুষ্ঠানে কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে অংশ নেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, কলেজের সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির সদস্য মোঃ গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সাহেরা আক্তার, মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সাহেরা আক্তার, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রদর্শক ও গভর্নিং বডির সদস্য মোঃ মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, প্রভাষক মোসাঃ মনোয়ারা খাতুন, সহকারী শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসানসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়