প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে রাতের আঁধারে বহিরাগত সন্ত্রাসীদের উপস্থিতিতে ইটের দেয়াল নির্মাণ করে স্বজনদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। পৌর এলাকার শাহাপুর গ্রামে শনিবার (১৯ আগস্ট) এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত নূরুল ইসলাম পাটওয়ারীর ছেলে প্রভাবশালী মোঃ মাহাবুবুর রহমান পাটওয়ারী (৫৫) ও মোঃ জাফর আহাম্মেদ পাটওয়ারী (৫০) গংয়ের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের তত্ত্বাবধায়ক মোঃ ফারুক খান (২৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে জানা যায়, শাহাপুর গ্রামের মৃত নূরুল ইসলাম পাটওয়ারীর ছেলেদের সাথে তার ছোট ভাই মোঃ সামছুদ্দিন পাটওয়ারী ও মোঃ মোতাহের হোসেন পাটওয়ারী গংয়ের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দফায় দফায় সালিস বৈঠক হলেও অভিযুক্ত পক্ষরা তা মানতে নারাজ। ঘটনার দিন উভয়পক্ষ ঢাকাতে অবস্থানরত ছিলেন। অভিযুক্তদের পক্ষে দেশীয় অস্ত্রধারী একদল সন্ত্রাসী বাহিনীর উপস্থিতিতে রাতের আঁধারে ভুক্তভোগীদের চলাচলের পথ বন্ধ করে ইটের দেয়াল নির্মাণ করা হয়। সন্ত্রাসীদের প্রদর্শন ও হুমকি-ধমকির কারণে স্থানীয়রা এগিয়ে আসতে সাহস করেনি এবং কাজে বাধা প্রদান করতে পারেনি।
এদিকে স্বজনদের সম্পত্তির বিষয়ে দীর্ঘদিন যাবৎ চলমান বিরোদের কথা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন মহল বলেন, আমাদের এলাকাতে বহিরাগত এমন লোকজন দেশীয় অস্ত্রের মহড়া দিতে আর কখনো দেখিনি। সম্পত্তিগত বিরোধ মানুষের থাকতেই পারে। তাই বলে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে?
অভিযোগের বাদী মোঃ ফারুক খান বলেন, আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ মোঃ সামছুদ্দিন পাটওয়ারী ও মোঃ মোতাহের হোসেন পাটওয়ারী গংয়ের বসত-বাড়ি, সহায়-সম্পত্তির তত্ত্বাবধানে রয়েছি। ঘটনার দিন একদল মানুষ বিভিন্ন প্রকারের অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে আমার মালিকদের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে ইটের দেয়াল নির্মাণ করেছে। এ সময় মালিকদের নির্দেশে আমি মালিকদের পক্ষে আইনের আশ্রয় নেই।
বিষয়টি নিয়ে অভিযুক্তদের পক্ষে কেউ কথা বলতে রাজি হয়নি।
স্থানীয় কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন বাবুল পাটওয়ারী বলেন, চাচা-ভাতিজাদের সম্পত্তিগত বিরোধ থাকতেই পারে। তাই বলে বহিরাগত সন্ত্রাসীদের উপস্থিতিতে দেয়াল নির্মাণ একেবারেই বেআইনী ও ন্যাক্কারজনক কাজ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।