প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এবং বিএনপি-জামাতের অপরাজনীতির তীব্র নিন্দা জানিয়ে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ আগস্ট সকালে জেলা জজ আদালত চত্বরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহছান হাবীব।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির ও সংগঠনের সদস্য অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ আব্দুর রহমান, অ্যাডঃ দেবাশিষ কর মধু, অ্যাডঃ আব্দুল্লা আল মামুন, অ্যাডঃ হুমায়ন কবির, অ্যাডঃ শাহআলম, অ্যাডঃ শেখ সাদী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই এবং তাদের পরিকল্পনায় গ্রেনেড হামলা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা ছিল ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারের পরিকল্পনা। সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলে সাবেক মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী নারী নেত্রী আইভি রহমান, ঢাকার মেয়র হানিফ, চাঁদপুরের হাইমচর উপজেলার কুদ্দুস পাটওয়ারী, মতলব উত্তরের আতিকসহ ২৪ জন নেতা-কর্মী নিহত হয়েছিলেন। সেদিনের সেই ভয়াবহ হামলার মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন জোট সরকারের স্বররাষ্ট্রমন্ত্রী বাবর ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আওয়ামী লীগ উদার ও অপরাজনীতি করে না বলেই আইনের আওতায় এনে ২১ আগস্টের হামলার বিচার করে শাস্তি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ১৫ জনকে জেল হাজতে প্রেরণ করা হলেও হামলার প্রধান মাস্টার মাইন্ড তারেক রহমান ইংল্যান্ডে পলাতক রয়েছে।
বক্তরা সরকারের কাছে দাবি জানান, তারেক রহমানকে বিদেশ থেকে দেশের মাটিতে এনে শাস্তি প্রদান করা হোক। এদেশের জনগণ আইনজীবী সকলে আজ সোচ্চার। জননেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন বলেই আজ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তাই আগামী নির্বাচনে সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারারক অব্যাহত রাখার আহ্বান জানান।