প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ জুন সকাল ১০ টায় হাইমচর উপজেলা ফাউন্ডেশন কার্যালয়ে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামিক মডেল টেককেয়ার মাওলানা মোঃ তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা হলেন সমাজের দর্পণ। আমরা যতদিন বাঁচবো ততোদিন আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। ধর্ম মানুষকে সামাজিকভাবে চলতে শেখায়। তাই সর্বদা ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত। তিনি আরো বলেন, আপনারা সমাজকে আরো উন্নত করতে সহযোগিতা করবেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফিজ আহাম্মেদ মাস্টার। সম্মেলনে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান, বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণসহ অন্যরা।