মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

ড. আলমগীর কবির পাটোয়ারীর মায়ের দাফন সম্পন্ন
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লি, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সংগঠক ড. মোঃ আলমগীর কবির পাটোয়ারীর মা আলহাজ্ব মোসাম্মৎ হোসনেয়ারা বেগমের (৮৬) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাজা শেষে মকিমাবাদ পাটোয়ারী বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার স্বামী হাজী মনিরুজ্জামান পাটওয়ারী ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লি।

আলহাজ্ব হোসনেয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়াও ড. আলমগীর কবির পাটোয়ারীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মিজানুর রহমান লিটন প্রমুখ।

জানাজায় অংশ নেন পাওয়ার সেলের ডিজি প্রকৌঃ মোহাম্মদ হোসাইন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন, জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাসার, জেলা বিএনপির উপদেষ্টা আবদুল মান্নান খান বাচ্চু, জেলা বিএনপির সদস্য হাজী ইমাম হোসেন, বিএনপি নেতা খালেদ মিঠু ও কয়েক হাজার মুসল্লিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়