মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

মতলব দক্ষিণে শোক দিবসের আলোচনা সভায় দীপু চৌধুরী
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলায় দলীয় নেতা-কর্মীদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

১৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের মতলব দক্ষিণ উপজেলার বাসভবনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার। শেখ রাসেল স্মৃতি সংসদ মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক সভাপতি কামাল হোসেন দেওয়ান ও মতলব পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, চাঁদপুুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এমএ হাসান লিটন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আসমা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগ নেতা কালাম মিয়াজী, ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুসাইন মোহাম্মদ কচি, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন প্রধান প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াছিন আরাফাত এবং মোনাজাত পরিচালনা করেন মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওহিদুজ্জামান মৃধা। এ সময় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়