মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

জেলা ছাত্রদলের মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৬ আগস্ট বুধবার বাদ আসর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়াপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, রাজপথে লড়াই-সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। আর সেই আন্দোলন-সংগ্রামের বিজয়ের জন্যে যে সৈনিকদের প্রয়োজন তারা হলো ছাত্রদল।

তিনি বলেন, দলের ভেতর শুদ্ধি অভিযান চলছে। চাঁদপুরেও খোঁজখবর নেয়া হচ্ছে। চলমান আন্দোলন-সংগ্রামে যারা নেতৃত্ব দিতে ব্যর্থ হবে তারা পদে থাকতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে রাজপথে থাকতে হবে।

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় দোয়ানুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সালসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়