প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
গোয়ালঘরে গরুর জন্যে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সন্তানের জননীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বিকেলে উপজেলার কাজিয়ারা গ্রামের মান্নান মেম্বার বাড়ির কৃষক মোঃ রুহুল আমিনের স্ত্রী পারভিন বেগম (৫২) প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে গরুর জন্য খাবার নিয়ে যান। ওই ঘরের টিনে আগে থেকেই বিদ্যুতের তারের সংযোগ থাকায় ওই টিনের চালে হাত লাগলে পারভিন বেগম বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। এ সময় তার স্বামী রুহুল আমিনসহ বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নারায়ণপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাকে ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।