প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আলহাজ্ব এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রূপকার। এ অবিসংবাদিত মহাপুরুষের দূরদর্শী, অকুতোভয় ও বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো মহান স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে। তাঁর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন দেশ এবং বিশ্বের দরবারে স্বাধীন বাঙালি জাতির মর্যাদা।
১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে পাচানী চৌরাস্তায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা শোক দিবস পালন করছি সেটা যেমন বড় কথা, তার চেয়ে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। অসাম্প্রদায়িক চেতনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্যে সবার প্রতি আহ্বান জানান তিনি।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ক্রীড়া সম্পাদক নূরুল আমিন বোরহান, মহিলা বিষয়ক সম্পাদক রমা দত্ত, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাবেক নৌ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, আওয়ামী লীগ নেতা হাসমত আলী হাসু ও কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল।