প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সদর উপজেলার বাগাদী থেকে ইয়াবাসহ সোহেল ঢালী নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে কর্মরত এসআই (নিঃ) শামীমা আক্তার, এএসআই (নিঃ) বিশ্বজিৎ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানাধীন পশ্চিম বাগাদী গ্রামের ঢালীর ঘাট বাজারের পূর্ব পাশে আল মদিনা আইসক্রিম ফ্যাক্টরির সামনে খালি জায়গার উপর হতে মাদক ব্যবসায়ী সোহেল ঢালী (৩২)কে ৪০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।