মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

দেশ, মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই বঙ্গবন্ধুর রাষ্ট্র্র দর্শনের উৎস
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গত ১৫ আগস্ট মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী তানহা মুনকার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন স্নেহা সিংহ সেতু। কলেজের সাহিত্য ও সাংস্কৃতি কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহার সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক জহিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একাদশ বিজ্ঞান বিভাগের উম্মে হাবিবা, মায়মুনা মাহজাবীন, জান্নাতুল মাওয়া, একাদশ মানবিক বিভাগের তাসমিয়া আহমেদ সামিয়া, ফাতেমা নূরে রাহা, নূর হালিমা তৃষা, সানজিদা আক্তার শিমু, তামান্না আক্তার, নাহিদা আক্তার এবং একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের সানজিদা ইসলাম। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের প্রাপ্তি রাণী শীল এবং আবৃত্তি করেন একাদশ বিজ্ঞানের ফারহানা শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি, দর্শন, ১৫ আগস্টের কালরাত্রি, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়। ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলার স্বপ্ন সারথি’। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহাকালের গর্ভ থেকে উঠে আসা সর্ব সময়ের শ্রেষ্ঠ সন্তান। দেশ, মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই তাঁর রাষ্ট্রদর্শনের উৎস। জনগণের রাজনীতি করে গেছেন তিনি। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনে তথা ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় জীবনবাজি রেখে কাজ করে গেছেন।”

সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক দিবসের কর্মসুচি শুরু হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় শোক দিবস স্মরণে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকাল ৯ টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর পর্যন্ত শোক র‌্যালিতে অংশগ্রহণ করা হয়। দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১২ টায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে নিহত শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। আলোচনা সভায় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়