প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) করোনা মহামারি থেকে মুক্তির লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় চাঁদপুর আহমাদিয়া ফাযিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে জেলা জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিষয় ও ফিলিস্তিনি মুসলমানদের জন্যে দোয়া ও আর্থিক সহায়তা বিষয়ে আলোচনা হয়। জেলার প্রত্যেকটি মাদ্রাসার পক্ষ থেকে উক্ত সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে মাদ্রাসা অধিদপ্তরের বিভিন্ন কাজের বিড়ম্বনা বিষয়ে আলোচনা ও পর্যালোচনার পর জেলা সভাপতির মাধ্যমে উক্ত বিড়ম্বনার আশু সমাধানের দাবি জানান নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাাদক অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আ.ই.ম. জাকারিয়া চৌধুরী, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আলী আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, দপ্তর সম্পাদক মোঃ জিয়াউদ্দিন খন্দকারসহ অন্যরা। সবশেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।