প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
কচুয়ার ঐতিহ্যবাহী রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান যোগদান করেছেন। গতকাল ১৪ আগস্ট সোমবার কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভূঁইয়া তাকে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার বুঝিয়ে দেন। গত ৪ আগষ্ঠ অত্র কলেজে বিধি মোতাবেক শান্তিপূর্ণ পরিবেশে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া বিগত বেশ কয়েক বছর যাবৎ তিনি এই কলেজেই সুনামের সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব বুঝে নেয়ার সময় সকল প্রভাষক ও কর্মচারী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ হিসেবে গ্রহণ করেন। অধ্যক্ষ হিসেবে যোগদান উপলক্ষে কলেজের প্রভাষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। যোগদানকৃত অধ্যক্ষ মনিরুজ্জামান তার দায়িত্ব সঠিকভাবে পালনে কলেজ পরিচালনা পর্ষদ, প্রভাষক, কর্মচারী সহ সকলের সহযোগিতা কামনা করেন।