প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
হাইমচরে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের ব্যাপক সুযোগ-সুবিধা ও সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে এ শাখা উদ্বোধন করা হয়।
গতকাল ২৪ জুন সকাল ১১ টায় হাইমচর উপজেলা সদরের আলগী বাজারস্থ নিবাস ভবনের ২য় তলায় আই এফ আই সি ব্যাংক হাইমচর বাজার উপশাখার প্রধান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কচুয়া উপশাখার হালিমা খাতুন রত্নার পরিচালনায় ব্যাংকের উপশাখা শুভ উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে আজ দেশের শহর ও গ্রামে অধিক পরিমাণ উন্নয়ন হয়েছে। আলগীবাজার এখন শহরে পরিণত হচ্ছে। আজ আইএফআইসি ব্যাংক আসার কারণে এই আলগীবাজার এখন আরো এক ধাপ এগিয়ে গেলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনর্চাজ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল প্রমুখ। উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খান, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজীসহ সাংবাদিকবৃন্দ।