প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদদেরগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ৯ আগস্ট বুধবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার।
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মোঃ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ঢালী, সোহাগ বকাউল, লিটন মজুমদার, স্বপন দেওয়ানজী, ইউনিয়ন যুবদলের সদস্য লিটন মজুমদার, আলমগীর হোসেন আলম প্রধান প্রমুখ।
পরে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এ সময় মোঃ আক্কাস মোল্লাকে সভাপতি এবং মোঃ পারভেজ প্রধানকে সাধারণ সম্পাদক করে ৪নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়। ৫নং ওয়ার্ড যুবদলের কমিটিতে খোকন দেওয়ানজীকে সভাপতি, জুয়েল পাটোয়ারীকে সাধারণ সম্পাদক এবং রাজন প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৬নং ওয়ার্ডে আলাউদ্দিন ফকিরকে সভাপতি, সুমন মোল্লাকে সাধারণ সম্পাদক এবং ইউসুফ প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।