প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০
দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
৮ আগস্ট মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, আমান উল্যা আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস ছোবহান লিটন।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দর্পণের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মমিন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, অর্থ সম্পাদক আক্তার হোসাইন, কার্য-নির্বাহী সদস্য শিমুল হাসান, প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান, আব্দুল কাদের, মামুন হোসাইন, ফাহাদ হোসেন প্রমুখ।