প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০
পদ্মা-মেঘনায় নৌ-পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম।
বুধবার দুপুর থেকে চাঁদপুরের মেঘনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।
অভিযান চলাকালীন অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার কিলোমিটার নৌ-পথের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান। এটি ভোররাত পর্যন্ত চলবে। রাতে বাল্কহেডের কারণে দুদিন আগে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ ক’জনের মৃত্যু হয়। দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জের নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেড কোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামান।