প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলা জাতীয় পার্টির অফিসে পার্টির সভাপতি আব্দুল আওয়াল মিয়াজীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মনিরুল ইসলাম মিলন বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে পালন করতে হবে। এ ব্যাপারে দলের বর্তমান চেয়ারম্যান রাজনীতিতে ক্লিন ইমেজের সৎ মানুষ জিএম কাদের ইতিমধ্যেই নিদের্শনা দিয়েছেন। এরশাদের স্মৃতি ও তাঁর কর্মকে এগিয়ে নিতে সারাদেশে জাতীয় পার্টি ক্রমশই সুসংগঠিত হচ্ছে। সেই ধারা মোতাবেক আগামী ৩/৪ মাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ও পৌরসভায় কমিটি গঠন সম্পন্ন করার নিদের্শনা দেন তিনি। তিনি আরো বলেন, দলের শক্তি দলের তৃণমূলের নেতা-কর্মীরা। তাই এখন থেকে উপজেলা পর্যায়ের নেতাদের আরো বেশি সজাগ থাকতে হবে। সভায় অন্যান্যের মধ্যে সাইফুল ইসলাম সাউদ, যুবসংহতির সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক স্বপন, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক মামুন হোসেন বক্তব্য রাখেন।