প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক মরহুম ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবার। মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মে প্রায় শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শরীফ চৌধুরীর সভাপ্রধানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণের মফস্বল সম্পাদক একে আজাদ, চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ও বিনোদন সম্পাদক এবং দৈনিক চাঁদপুর দর্পণের সিনিয়র রিপোর্টার মোঃ আশ্রাফুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণের সহকারী মফস্বল সম্পাদক মাজহারুল ইসলাম অনিক।
এ সময় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের যুগ্ম বার্তা সম্পাদক এস এম সোহেল, দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার মানিক দাস, দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার গাজী মোঃ ইমাম হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী মামুন ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা আশিষ সোম, যুবলীগ নেতা রিপন দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।