প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সুভাষ পোদ্দারের স্বত্বাধিকারী, জাফরাবাদ পল্লী সেবক সংঘ ও পালপাড়া দুর্গা পূজা কমিটির সভাপতি, পালপাড়া বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠাতাসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল কর্ণধার বিশিষ্ট সমাজসেবক সুভাষ চন্দ্র পোদ্দার (৬৯) আর বেঁচে নেই। তিনি গতকাল ৮ আগস্ট ভোর পৌনে ৬টায় পুরাণবাজার জাফরাবাদ পালপাড়া নিজবাড়িতে পরলোকগমন করেন (দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তিনি ছেলে সুবল চন্দ্র পোদ্দার, রনি চন্দ্র পোদ্দার, মেয়ে সুবর্ণা পেদ্দার ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলী মাঝি, পৌর কাউন্সিলর আঃ লতিফ গাজী, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সস্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকারসহ জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তার বাড়িতে ছুটে আসেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। শোকার্ত মানুষের আহাজারিতে সে সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিনই দুপুর ২টায় নিজ বাড়ির পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সস্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে তার শবদেহ সুসজ্জিত গাড়িতে করে পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির, হরিসভা মদনমোহন মন্দির কমপ্লেক্স ও তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। এ সময় শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা, ব্যবসায়ী মানিক সাহা, সুকান্ত সাহা টিটু, নেপাল সাহা, সবুজ পোদ্দার, নিতাই পোদ্দার, কাঞ্চন দত্ত, দেবু কুন্ডু, মানিক নন্দী, কানাই সাহা, শম্ভু পাল, জয়রাম পাল, রামু সাহা, দ্বীপক সাহা, অনাদী কৃপা দাস, পুরাণবাজার জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, চন্দ্রেশ্বরী কালী মন্দিরের অন্যতম সদস্য টুটন বণিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গুণগ্রাহীগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন মহলের শোক
পুরাণবাজারের ব্যবসায়ী ও সংগঠক সুভাষ চন্দ্র পোদ্দারের মৃত্যুতে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ পরিচালকবৃন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী পিপি, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি রোটারিয়ান রিপন সাহা, সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর চন্দ্র দাসসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শোক প্রকাশ পূর্বক তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, প্রয়াত সুভাষ পোদ্দার ভালো মনের মানুষ ছিলেন। তিনি জীবদ্দশায় অনেক সেবামূলক কাজের সাথে জড়িত থেকে মানুষের কল্যাণে কাজ করতে চেষ্টা করছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।