প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০
১৫ আগস্ট ও ২১ আগস্টের মাস্টারমাইন্ডের বিচার ও সন্ত্রাসী সংগঠন বিএনপির রাজনীতি নিষিদ্ধ ও খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং তারেক জিয়াকে দেশে এনে বিচারের দাবিতে মতলব পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
৭ আগস্ট সকাল ১১ টায় মতলব উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের হাতে এই স্মারকলিপি প্রদান করেন পৌর যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়াজী, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন (ব্ল্যাক আনোয়ার), সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন রানা, পৌর যুবলীগ নেতা মোঃ ইকবাল গাজী, মোঃ উজ্জ্বল মিয়াজী, মোঃ ওসমান প্রধান, তাসকিন আহমেদ দিপু, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিএম জহির হাজরা, সাধারণ সম্পাদক শাহজালাল পাটোয়ারী, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মিয়াজী, ২নং সভাপতি মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রধান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামাল বেপারী, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল প্রধানসহ পৌর আওয়ামী যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা।