বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০

হাইমচরে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে ১৫ আগস্ট ও ২১ আগস্টের মাস্টারমাইন্ডদের বিচার ও সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের দাবিতে উপজেলা যুবলীগের মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন শেষে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড ও মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি, ২১ আগস্টের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীর নেতৃত্বে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক পলাশ, আব্দুল মতিন মুন্সি ও চরভৈরবী ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৩নং দক্ষিন আলগী ইউনিয়ন যুবলীগ নেতা সুমন খান, হাইমচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল দেওয়ান, নীলকমল ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রিপন, নাছির, ১নং গাজীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মুসলিম, তাজুল ইসলাম গাজীসহ সকল ইউনিয়ন থেকে আগত যুবলীগ নেতা-কর্মীবৃন্দ টানা বৃষ্টির মধ্যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়